IQNA

আমেরিকায় হিজাব অবমানকারীর ১ বছর জেল

15:35 - October 20, 2016
সংবাদ: 2601800
আন্তর্জাতিক ডেস্ক: জোরপূর্বক এক হিজাবী নারীর হিজাব খুলে ফেলার অভিযোগে আমেরিকা ফেডারেল কোর্টে এক ব্যক্তিকে এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।
আমেরিকায় হিজাব অবমানকারীর ১ বছর জেল
বার্তা সংস্থা ইকনা: জোরপূর্বক এক হিজাবী নারীর হিজাব খুলে ফেলার অভিযোগে ১৮ অক্টোবর উত্তর ক্যারোলিনা প্রদেশেরে ২৭ বছর বয়সী "গেইল পার্কার পেইন"কে আমেরিকা ফেডারেল কোর্টে এক বছর কারাদণ্ডে এবং দুই মাস গৃহবন্দি ও ৮১৫ ইউরো জরিমানা করেছে।

২০১৫ সালের ডিসেম্বর মাসে মেক্সিকোর উদ্দেশ্য ভ্রমণরত একটি অভ্যন্তরীণ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ল্যান্ড করার কিছুক্ষণ আগে গেইল এই হিজাবী নারীর দিকে ছুটে গিয়ে বলে "তোমার স্কার্ফ খুলে ফেল, এখানে আমেরিকা। ঐ মুসলিম নারীর স্কার্ফ খুলে ফেলার কথা বললে, মুসলিম নারী আপত্তি জানায়। তর্কবিতর্কের এক পর্যায়ে গেইল ঐ মুসলিম নারীর স্কার্ফ জোরপূর্বক খুলে ফেলে।

আমেরিকার প্রসিকিউটর বিচারপতি 'ডেমন মার্টিনেজ' বলেন: যারা হুমকি দিয়ে অন্যের অধিকার লঙ্ঘন করে এবং অন্যের ধর্মীয় বিশ্বাস প্রকাশের অধিকার কেরে নেয়, তাদের জানা উচিত তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।

আদালতে গেইল তার অপরাধের কথা স্বীকার করেছে এবং ঐ হিজাবী নারীর নিকটে ক্ষমা চেয়ে বলেছেন: একটি মসজিদ পরিদর্শন করার পর আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পেরেছে এবং এই বিষয়টির জন্য আমি লজ্জিত।

iqna


captcha