IQNA

জার্মানি ভাষায় ইসলামের বিষয়ে অনলাইনে বক্তৃতা

23:23 - November 14, 2016
সংবাদ: 2601950
আন্তর্জাতিক ডেস্ক: আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্টুডিও থেকে অনলাইনে প্রতি শনিবার জার্মানি ভাষায় ইসলামের বিষয়ে বক্তৃতা সম্প্রচার করা হয়।
জার্মানি ভাষায় ইসলামের বিষয়ে অনলাইনে বক্তৃতা


বার্তা সংস্থা ইকনা: আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী "আব্দুল্লা শেফর" উক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডিওতে উপস্থিত হয়ে জার্মানি ভাষায় ধর্মীয় বক্তব্য প্রচার করেন।

প্রতি শনিবার জার্মানের স্থানীয় সময় ১০টায় এবং বাংলাদেশের স্থানীয় সময় ৩টায় আল মোস্তফা ভার্চুয়াল ইউনিভার্সিটি থেকে "আব্দুল্লা শেফর"-এর বক্তৃতা প্রচার করা হয়।

৫৪ বছর বয়সী জার্মানের অধিবাসী আব্দুল্লা শেফর তার ৩৯ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি দীর্ঘ দিন যাবত ইরানে বসবাস করছেন। আব্দুল্লা ইরানে বিয়ে করেছেন এবং তার এক হুদা নামে এক মেয়ে রয়েছে।

iqna


captcha