IQNA

মোস্তফা ইসমাইলের সর্বশেষ ছবি এবং তিলাওয়াত

23:54 - December 29, 2016
সংবাদ: 2602258
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রসিদ্ধ ক্বারিগণের মধ্যে মিশরের ক্বারি মোস্তাফা ইসমাইল অন্যতম। তিনি বিশ্বের বিভিন্ন দেশ কুরআন তিলাওয়াত করেছেন।
মোস্তফা ইসমাইলের সর্বশেষ ছবি এবং তিলাওয়াত
বার্তা সংস্থা ইকনা: বিশ্ববিখ্যাত ক্বারি মোস্তাফা ইসমাইল মিশরের দামিয়েত্তা আল-বহর জামে মসজিদে তার জীবনের সর্বশেষ তিলাওয়াত করেছেন। দামিয়েত্তা আল-বহর জামে মসজিদে তিনি সূরা কাহাফ তিলাওয়াত করেনে।

উক্ত মসজিদে ক্বারি মোস্তাফা ইসমাইল পবিত্র কুরআনের সূরা কাহাফের ১৭ থেকে ৩৪ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন। সম্প্রতি এই তিলাওয়াতের অডিও ফাইলটি সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত হয়েছে।

মিশরের বিখ্যাত ক্বারি মুস্তাফা ইসমাইল ১৯৭৮ সালের ২২শে ডিসেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুর একদিন পূর্বে অর্থাৎ ১৯৭৮ সালের ২১শে ডিসেম্বর দামিয়েত্তা আল-বহর জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার সুললিত কণ্ঠে এই তিলাওয়াতটি পেশ করেন এবং প্রকাশিত উপরের ছবিটিও ঐ দিনে গ্রহণ করা হয়েছে।

মোস্তফা ইসমাইলের সুললিত কণ্ঠে সর্বশেষ তিলাওয়াতটি ইকনার দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল:

iqna







captcha