IQNA

ইরাকে শক্তিশালী দুটি বোমা হামলা: ৩ ইরানিসহ শতাধিক নিহত ও আহত

20:07 - September 14, 2017
সংবাদ: 2603831
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সংবাদ সংস্থা ঘোষণা করেছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরে বন্দুক হামলায় ৩ জন ইরানী সহ মোট ৭ জন নিহত হয়েছেন। এছাড়াও ইরাকের জি-কার প্রদেশে অপর একটি হামলায় শতাধিক নিহত ও আহত হয়েছেন।
ইরাকে শক্তিশালী দুটি বোমা হামলা: ৩ ইরানিসহ শতাধিক নিহত ও আহত
বার্তা সংস্থা ইকনা: ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, নাসিরিয়া শহরের একটি রেস্টুরেন্টের কাছে ভয়াবহ গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩ জন ইরানী রয়েছে।
এছাড়াও ইরাকের জি-কার প্রদেশের নিকটবর্তী অঞ্চল আল-বাতহায়'র ফাদাক রেস্টুরেন্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নারী ও শিশু সহ শতাধিক নিহত ও আহত হয়েছেন।
এসকল হামলার ঘটনা আজ (১৪ই সেপ্টেম্বর) দুপুরে ঘটেছে। জি-কার প্রদেশের একটি চেকপয়েন্টের নিকটে সন্ত্রাসীরা গাড়িবোমা হামলা চালায়। তবে এই হামলায় নিহতদের সংখ্যা এখনও ঘোষণা করা হয়েনি।
ইরাকের নিরাপত্তা বাহিনী জি-কার এবং বাসরায় লাল সংকেত ঘোষণা করেছে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।     
এদিকে আল-মিয়াদিন চ্যানেল এক প্রতিবেদনে জানিয়েছে, জি-কার প্রদেশে সন্ত্রাসী হামলায় ৮০ জান নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ফ্রান্স প্রেস সংবাদ সংস্থা জানিয়েছে, জি-কারে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং আশির ঊর্ধ্বে আহত হয়েছেন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জি-কারে বিস্ফোরণের ফলে ৫০ জন শহীদ হয়েছে।
ইরাকী সংস্থার উদ্ধৃতি দিয়ে আস-সুমারিয়া এক প্রতিবেদনে বলেছে, জি-কার প্রদেশের ফাদাক রেস্টুরেন্টে সশস্ত্র সন্ত্রাসীরা সামরিক ইউনিফর্মে প্রবেশ করে এবং রেস্টুরেন্টের ভিতরে থাকা ব্যক্তিদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি করে।
আস-সুমারিয়া আরও জানিয়েছে, রেস্টুরেন্টে হামলার পর সন্ত্রাসীরা জি-কার ও আল-মুছান্নার মধ্যবর্তী অঞ্চলে একটি চেকপয়েন্টে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়।
iqna



captcha