IQNA

দোয়া আহদ পাঠের মাধ্যমে ইমাম মাহদীর সাহায্যকারী হওয়া সম্ভব

23:02 - November 12, 2017
2
সংবাদ: 2604305
ইমাম জাফর সাদিক (আ.) থেকে বর্ণিত হয়েছে, যদি কেউ ৪০ দিন সকালে এই দোয়ার তিলাওয়াত করে তাহলে সে ইমাম মাহদী (আ.) এর সাহায্যকারীদের মধ্যে একজন হবে আর যদি সে ইমাম (আ.) এর আবির্ভাবের পূর্বেই মারা যায় তাহলে তাকে খোদার বিশেষ রহমতে স্থান দান করা হবে এবং তার হাজার ‍গুনাহ মাফ করা হবে এবং হাজার হাসানাত বা সওয়াব তার আমল নামায় লিখা হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনের বলা হয়েছে: وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ

এবং অমরা ইচ্ছা করলাম যাদেরকে পৃথিবীর বুকে (বঞ্চিত) হীনবল করা হয়েছিল তাদের কে নেতৃত্ব দান করতে এবং উত্তরাধিকারী করতে (সূরা কাসাস, আয়াত নং-৫) ।

ইমাম আলী (আ.) বলেছেন বঞ্চিত বা হীন বল বলতে রাসূল (সা.) এর আহলে বাইতকে বোঝানো হয়েছে অনেক প্রচেষ্টা ও কষ্টের পর আল্লাহ এই বংশের মাহদী কে প্রেরণ করবেন এবং তাকে উচ্চ মর্যাদা দান করবেন এবং শত্রুদের চরম ভাবে লাঞ্ছিত করবেন (গেইবাতে শেখ তুসী,পৃ.১৮৪,হাদিস নং-১৪৩)।

আল্লাহ তা’আলা বলেছেন: وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ

তোমাদের মধ্যে যারা (আল্লাহর ওপর) ইমান  এনেছে ও সৎ কর্ম করেছে, তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তিনি পৃথিবীতে তাদের নেতৃত্ব  (খেলাফত) দান করবেন,যেমনি ভাবে তাদের পূর্ববর্তী লোকদের দান করে ছিলেন। (সূরা নূর, আয়াত নং-৫৫)

দোয়া আহদে আমরা বলি: হে আল্লাহ! সালাম পৌঁছে দিন আমাদের মওলার কাছে যিনি হেদায়াতকারী ইমাম মাহদী ও তাঁর পবিত্র পূর্ব পুরুষদের উপরে সব মুমিন পুরুষ ও নারীদের পক্ষ থেকে যারা জমিনের পূর্বে ও পশ্চিমে আছে, উপত্যকায় ও পাহাড়ে আছে, স্থলে ও সমুদ্রে আছে এবং আমার ও আমার পিতা-মাতার পক্ষ থেকে এ পরিমাণ সালাম যা আল্লাহর আরশের সমান, আল্লাহর কথার কালির পরিমাণ এবং যা আপনার জ্ঞানে আছে এবং কিতাব বর্ণনা করেছে।

হে আল্লাহ! আমি নবায়ন করছি এ সকালে এবং আগামী সব দিনের জন্য যে, আমার সার্বক্ষণিক চুক্তি, প্রতিজ্ঞা এবং আনুগত্য তারই জন্য ঘাড়ে তুলে নিচ্ছি; এ থেকে কখনও ফিরে যাব না এবং তা ব্যর্থও হতে দিব না।

হে আল্লাহ! আমাকে তাদের মাঝে রাখুন যারা তার সাহায্যে সহযোগিতা এবং প্রতিরক্ষার কাজ করবে। এবং মূহুর্তের মধ্যে তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে এবং দৃঢ়ভাবে তার আদেশ মেনে চলবে, তার নির্দেশনা বাস্তবায়নে পরস্পর প্রতিযোগিতা করবে এবং তারই সামনে শাহাদতের সাক্ষ্য দেবে।

হে আল্লাহ! আপনার নবীকে আনন্দিত করুন, সালাম বর্ষণ করুন মোহাম্মাদ এবং তার বংশধরদের উপরে তার সুন্দর লক্ষ্যকে প্রকাশের মাধ্যমে এবং তাদেরকেও আনন্দিত করুন যারা তার আহবানের আনুগত্য করে; আর তার আবির্ভাবের পর আমাদের দ্বীনতার প্রতি দয়া করুন।

হে আল্লাহ! তার সরাসরি উপস্থিতির মাধ্যমে উম্মতের সব দুঃখ দুর্দশা দূর করুন এবং তার আবির্ভাবকে তরান্বিত করুন, নিশ্চয় তারা (কাফেররা) একে দূরে মনে করে কিন্তু আমরা খুবই কাছের মনে করি (সূরা মাআরিজ ৬-৭) আপনারই দয়ায় হে পরম দয়ালু ও করুণাময়।
প্রকাশিত: 2
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
আমিন
আজ্ঞাতনামা
0
0
আমিন।
captcha