IQNA

ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে বিশ্ব মু’মিন থেকে খালি হয়ে যাবে?

20:49 - February 05, 2018
সংবাদ: 2604976
ইমাম সাদিক(আ.) বলেছেন, এটা বলনা যে তোমরা পরিপূর্ণ ঈমানদার? আমাদের আলে মোহাম্মাদের কায়েম আবির্ভূত না হওয়া পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। তার আবির্ভাবের পর তোমাদের বুদ্ধিমত্তা পূর্ণ হবে এবং তোমরা পূর্ণ ইমানদার হবে।

 ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বে বিশ্ব মু’মিন থেকে খালি হয়ে যাবে?

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অনেকে মনে করে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে দুনিয়ায় আর কোন মু’মিন থাকবে না। ইমামগণ এই ধারনাকে বাতিল করে বলেছেন, সব যুগেই ঈমানদার ব্যক্তি থাকবে।

যাইদ বিন যারয়া বলেন: আমি ইমাম জাফর সাদিক(আ.)-এর কাছে যেয়ে বললাম আমার ভয় হচ্ছে যে আমরা আর মু’মিন থাকতে পারব কি না। ইমাম বললেন: কেন এমন ভাবছ? রাবি বলেন: দেখতে পাচ্ছি যে প্রায় সবাই দুনিয়ার ধন সম্পদকে নিজের ভাইয়ের উপর স্থান দিচ্ছে কিন্তু কেউ তাদের দ্বীন ভাইকে নিজেদের অর্থ সম্পদের উপর স্থান দিচ্ছে না।

ইমাম তখন তার জবাবে বললেন: ইমাম মাহদীর আগমনের পূর্বে তোমাদের যে ঈমান তা হচ্ছে অপূর্ণ ও দুর্বল ঈমান।   তার আবির্ভাবের পর মহান আল্লাহ তোমাদের বিবেক ও ঈমানকে পূর্ণ করবেন।

তবে ইমাম সাদিক(আ.) এটাও বলেছেন যে, সব যুগেই এমন কিছু খাটি ঈমানদার থাকবেন যাদের নিকট গোটা দুনিয়া মশার ডানার থেকেও বেশী ছোট এবং মূল্যহীন।

captcha