IQNA

এডেনের মসজিদসমূহে জুমার নামাজ বন্ধ

23:51 - February 23, 2018
সংবাদ: 2605119
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের "এডেন" প্রদেশের মসজিদসমূহে জুমার নামাজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এডেনের জুমার খতিবদের সন্ত্রাসীরা চিহ্নিত করে হত্যা করছে। এজন্য দক্ষিণাঞ্চলীয় এই প্রদেশের সকল মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনের মসজিদসমূহের জুমার খতিবদের সন্ত্রাসীরা হত্যা করছে। আর এজন্য এই প্রদেশের সকল মসজিদে জুমার নামাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইয়েমেনের এডেন প্রদেশের মায়েলা শহরের আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদের পেশ ইমাম গতকাল (২২শে ফেব্রুয়ারি) রাতে এশার নমাজের পর ঘোষণ করেছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে আগামীকাল মসজিদে জুমার নামাজ বন্ধ থাকবে।
উল্লেখ্য, ইয়েমেনের সাবেক পদত্যাগ প্রাপ্ত সরকার আব্দুর রাব্বেহ মনসুর হাদির নির্দেশে সাময়িক ভাবে এডেনকে সেদেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিলো। দীর্ঘ দিন যাবত এই শহরে সাবেক সরকারী সশস্ত্র বাহিনীর সাথে ইয়েমেন ট্রানজিশনাল কাউন্সিলে সশস্ত্র বাহিনী সংঘর্ষ চলছে।
প্রায় এক বছর ধরে ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্ব আরব সামরিক জোট হামলা চালাচ্ছে। সৌদি আরবের হামলার ফলে ইয়েমেনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
iqna

 

 

captcha