IQNA

উন্মুক্ত করা হল ইরাকের দিয়ালা প্রদেশের ১০৯ মসজিদ

19:49 - February 24, 2018
সংবাদ: 2605121
রাজনৈতিক ও সাংস্কৃতিক ডেস্কঃ ইরাকের দিয়ালা প্রদেশের আহলুস সুন্নাহ কর্তৃক পরিচালিত ওয়াকফ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে।

আস-সুমারিয়া নিউজ-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইরাকের দিয়ালা প্রদেশের ওয়াকফ অধিদপ্তরের পরিচালক এ সম্পর্কে বলেন: ২০১৪ সাল থেকে নিরাপত্তা জনিত কারণে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পূণরায় মসজিদগুলোর দরজা খুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন: গতকাল (শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি) যে সকল মসজিদ উন্মুক্ত করা হয়েছে সেগুলোর মধ্যে বাকুবা থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত মুসয়াব বিন উমাইর জামে মসজিদটি অন্যতম। ৩ বছর আগে একটি হামলার ঘটনায় মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। ঐ হামলায় বেশ কয়েকজন মুসল্লি হতাহত হয়েছিল।
প্রসঙ্গত, আহলে সুন্নাত কর্তৃক পরিচালিত ইরাকের দিয়ালা প্রদেশের ওয়াকফ অধিদপ্তরের পরিচালক, নিরাপত্তা বাহিনীর সদস্যরাসহ মসজিদগুলো উন্মুক্ত করণে যারা ভূমিকা রেখেছে তাদের প্রসংশা করেন।#3693941

captcha