IQNA

ফিলিস্তিনি শহর ধ্বংস না করতে ইসরাইলকে মার্কিন কংগ্রেসম্যানদের চিঠি

1:23 - May 26, 2018
সংবাদ: 2605838
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম তীরের শহর ‘সুসিয়া’কে ধ্বংস না করার আহ্বান জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ৬৬ জন কংগ্রেসম্যান। বৃহস্পতিবার ইসরাইলি দৈনিক ‘হারেৎজ’ পত্রিকার খবরে এতথ্য বলা হয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: চিঠিতে মার্কিন আইনপ্রনেতারা বলেন, পশ্চিম তীরের কেবল ইহুদিদের জন্য বসতি সম্প্রসারণ এবং সেখান থেকে প্যালেস্টাইনিদের উৎখাত সাধারণ মূল্যবোধ এবং মানবাধিকারের লঙ্ঘন।

এতে বলা হয়, ‘এই কর্ম একতরফাভাবে ভূমির পরিবর্তন করছে এবং প্রত্যাশিত ‘দুই রাষ্ট্র’ সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্থ করছে।’

ইহুদি বসতি নির্মাণের জন্য ফিলিস্তিনিদের উৎখাতের ইসরাইলি পরিকল্পনা পুনর্বিবেচনা করার জন তারা নেতানিয়াহুকে আহ্বান জানান।

কংগ্রেসম্যানদের এই্ চিঠিকে স্বাগত জানিয়েছে ‘জে স্ট্রিট’ নামে ইহুদিদের একটি সংগঠন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠনটি ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করছে।

একটি বিবৃতিতে ‘জে স্ট্রিট’ চিঠিটিকে ইসরাইলি বসতি সম্প্রসারণের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সমালোচনা বলে বর্ণনা করেছে। আরটিএনএন

 

captcha