IQNA

মানুষের প্রতি দয়া দেখানোর প্রয়োজনীয়তা

12:37 - May 26, 2018
সংবাদ: 2605840
বর্তমানে সকল মুসলমানদের উপর বিশেষ করে শিয়াদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা তাদের কষ্ট কষ্ট পাওয়া কি আমাদের দায়িত্ব নয়। না কি আমরা হাত গুটিয়ে বসে থাকব আর বলব যা হয় হোক তাতে আমার কি? বরং আমাদের উচিত হচ্ছে সেইভাবে কষ্ট পাওয়া এবং চিন্তিত হওয়া যে আমাদের উপর বিপদ নেমে এসেছে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কবির ভাষায় সকল মানুষ একই শরীরের অংশস্বরূপ। যদি কোন একটি অংশে ব্যথা লাগে তাহলে গোটা শরীর ব্যথা পাবে।

কখনো মু’মিনের অন্তরে কষ্ট ও ব্যথা অনুভূত হয় কিন্তু কেন এমন হচ্ছে সে জানে না। কিন্তু এর মূল কারণ হচ্ছে কোথাও কোন মু’মিন সমস্যায় পড়েছে বা কষ্ট পেয়েছে সেই কষ্ট অন্য মু’মিনের অন্তরে এসে আঘাত করে।

সুতরাং কখনো কোন মু’মিনের শান্তির কারণে অন্য মু’মিনরা শান্তি অনুভব করে, কোন মু’মিনের বিপদ দূর হওয়ার কারণে অন্য মু’মিনরা নিরাপদে থাকে।

ইমাম মাহদীর আবির্ভাবের একটি নিদর্শন সম্পর্কে বলা হয়েছে যে, «عِنْدَ قَسْوَةِ الْقُلُوبِ؛ ঐ যুগে মানুষের অন্তর কঠিন ও পাষাণ হয়ে উঠবে। সুতরাং ইমাম মাহদীর অনুসারী হিসাবে আমাদের উচিত নরম ও দয়ালু মনের অধিকারী হওয়া।

এই হাদিসটি আমাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে যে আমরা যেন ভাল মানুষ হই আমাদের অন্তর যেন কঠিন না হয় আমরা যেন নির্দয় না হয়ে যাই। বরং আমাদের উচিত হবে আমরা সর্বদা দয়ালু ও মহানুভব হব। কেননা আমাদের আল্লাহ, আমাদের নবী এবং ইমামগন হচ্ছে গোটা বিম্বের জন্য রহমত স্বরূপ। সুতরাং তাদের অনুসারী হিসাবে আমাদেরকেও তেমন হতে হবে। শাবিস্তান

captcha