IQNA

আয়াতুল্লাহ আহমাদ খাতামি

সর্বপ্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে

21:52 - July 20, 2018
1
সংবাদ: 2606255
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে।

 

বার্তা সংস্থা ইকনা: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে মন্ত্রী পরিষদ সদস্য ও প্রেসিডেন্টের সাম্প্রতিক সাক্ষাতের প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা ওই সাক্ষাতে বলেছিলেন বিপ্লবী চেতনাকে সমুন্নত রাখতে নিজেদের শক্তি সামর্থ্যের ওপর ভরসা করেই এগিয়ে যেতে হবে। নিজস্ব উৎপাদন বাড়াতে হবে এবং প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ নেতার ওই নির্দেশনার কথা উল্লেখ করে জুমার খতিব বলেন সকল ক্ষেত্রে দুর্নীতি বিশেষ করে যারা বায়তুল মাল নিয়ে দুর্নীতি করে তাদের কঠোর হাতে দমন করতে হবে।

আয়াতুল্লাহ খাতামি বলেন, দুর্নীতি দমনের জন্য গোপন নজরদারি প্রয়োজন। জনগণের সামনে সুস্পষ্টভাবে দুর্নীতির প্রতিবেদন তুলে ধরারও পরামর্শ দেন তিনি।

বিভিন্ন দেশের সঙ্গে সরকারের কূটনীতি সংবিধানের আলোকে হওয়া উচিত বলে মন্তব্য করেন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ খাতামি।

তিনি বলেন, মর্যাদা, জ্ঞান এবং দক্ষতার নীতির উপর ভিত্তি করে পৃথিবীর সকল দেশের সঙ্গেই সম্পর্ক স্থাপন করা উচিত। এই নীতিমালার ওপর ভিত্তি করেই প্রেসিডেন্ট সম্প্রতি বিভিন্ন দেশে দূত পাঠিয়েছেন বলে খতীব মন্তব্য করেন।

iqna

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
myblakqk
0
0
20
captcha