IQNA

বদলে গেল পশ্চিমবঙ্গ, নতুন নাম ‘বাংলা’

22:58 - July 26, 2018
1
সংবাদ: 2606305
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নাম বদলে গেল। একন থেকে প্রদেশটির নাম হবে ‘বাংলা’। এব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য সভায় সর্বসম্মতভাবে বিলটি পাশ হয়েছে।

বদলে গেল পশ্চিমবঙ্গ, নতুন নাম ‘বাংলা’


বার্তা সংস্থা ইকনা: বৃহস্পতিবার দুপুরে বিলটি পাশ হয়। হিন্দি, বাংলা এবং ইংরেজি- এই তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে বাংলা।

এনডিটিভি বাংলা’র এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের নাম পরিবর্তনের বিল অবশেষে পাশ হয়ে গেল বিধানসভায়। পশ্চিমবঙ্গের সরকারি নাম এবার থেকে শুধুই ‘বাংলা’। যদিও রাজ্যের এই নাম পরিবর্তন এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায়।

রাজ্যে নাম পরিবর্তনের বিষয়ে দু’বছর আগে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে। তিনি বলেছিলেন, বাংলা’তে রাজ্যের নাম হোক ‘বাংলা’। হিন্দিতে হোক ‘বঙ্গাল’ এবং ইংরেজিতে হোক ‘বেঙ্গল’। সেই প্রস্তাব কেন্দ্রের কাছেও দেওয়া হয়েছিল। কেন্দ্র থেকে ওই সময় পরামর্শ দেওয়া হয় যে কোনও একটি নাম রাখার।

আজ থেকে উনিশ বছর আগে ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে।

সমস্ত রাজ্য সরকারের তালিকায় পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ ইংরেজি ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ার কারণে একেবারে শেষের দিকে থাকে বলে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব দিয়েছিলেন মমতা। আরটিএনএন

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
dwuwhysa
0
0
20
captcha