IQNA

কেনিয়ায় হাজীদের কোটা বৃদ্ধি

23:30 - August 05, 2018
সংবাদ: 2606382
আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার সরকারী সর্বোচ্চ মুসলিম কাউন্সিল ঘোষণা করেছে, চলতি বছরে কেনিয়ার হাজীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


বার্তা সংস্থা ইকনা: এ বছর হজ পালনের জন্য ৪৬৩১ জন হাজি সৌদি আরবে যাবেন। কেনিয়ার সরকারী সর্বোচ্চ মুসলিম কাউন্সিলের প্রধান "ইউসুফ এনজিবো" ঘোষণা করেছেন: হজ পালনের জন্য যেসকল মুসলমানেরা নাম নিবন্ধন করেছেন তাদেরকে প্রাথমিক পর্যায়ে সকল কাজ বিশেষ করে টিকা, পাসপোর্টের মেয়াদ বাড়ানো (যাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে) এবং হজের ভিসাসহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন।
কেনিয়াস্থ ইরানি কালচারাল কাউন্সিলার জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে কেনিয়ার প্রায় এক হাজার জন অধিক হাজি হজের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
গত বছর কেনিয়া থেকে ৩৮০০ জন হাজি হজ করেছেন। ইউসুফ এনজিবো আরও বলেন: সৌদি আরব সরকারের সাথে চুক্তি অনুযায়ী এ বছর কেনিয়ার হাজিদের হোটেল, খাদ্য এবং যাতায়াতের খরচ কেনিয়ার সর্বোচ্চ মুসলিম কাউন্সিল বহন করবে।
iqna

 

captcha