IQNA

কিভাবে ইমাম মাহদীর(আ.) সাথে সম্পর্ক গড়ে তোলা সম্ভব?

20:43 - August 10, 2018
সংবাদ: 2606425
আয়াতুল্লাহ বাহজাত বলেন, ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া করার থেকেও তার প্রতি ঈমান অটল রাখার জন্য দোয়া করা আরও বেশী গুরুত্বপূর্ণ। দু:খ জনক হল অনেকে শুধুমাত্র তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য ইমাম মাহদীকে ডাকে।

কিভাবে ইমাম মাহদীর(আ.) সাথে সম্পর্ক গড়ে তোলা সম্ভব?
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: যারা ইমাম মাহদীকে ডাকে তার স্মরণ করে তিনি তাদের প্রতি অতিশয় দয়ালু এমনকি পিতা-মাতার থেকেও তিনি আমাদের প্রতি বেশী দয়ালু।

তিনি দোয়া করেন যে, আল্লাহ যেন ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে বিশ্ববাসীকে আনন্দিত করেন। কেননা ইমাম মাহদীর আবির্ভাবের আনন্দ সবার জন্য অতি প্রয়োজন।

সবাই নিজেদের আশা পূরণ হওয়ার জন্য মসজিদে জামকারানে যায় অথচ একবারও ভাবে না যে ইমাম মাহদীর তার আবির্ভাবের অপেক্ষায় রয়েছেন এবং তিনি চান আমরা তার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করি।

আমাদের অন্তর যদি ঈমানে এবং আল্লাহর ভালবাসায় পরিপূর্ণ থাকে তাহলে নিশ্চিতভাবে বলতে পারব যে, ইমাম মাহদী(আ.) আমাদের অন্তরে রয়েছেন।

নিঃসন্দেহে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের জন্য দোয়া করার ফজিলত রয়েছে তবে তা অন্তর থকে হতে হবে। শাবিস্তান

captcha