IQNA

কারাগারে নির্যাতনের ফলে সৌদির বিশিষ্ট আলেমের মৃত্যু

23:53 - August 15, 2018
সংবাদ: 2606475
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিশিষ্ট মুবাল্লীগ এবং ওয়াহাবী আলেম কারাগারে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছেন। ওয়াহাবী এই আলেমের মৃত্যুর ব্যাপারটি নিয়ে সামাজিক নেটওয়ার্কে সৌদি শাসকের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।



বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্ক কর্মীরা ঘোষণা করেছে, সৌদি আরবের বিশিষ্ট মুবাল্লীগ এবং ওয়াহাবী আলেম শাইখ সুলাইমান দুইশকে দেশটির শাসক ২০১৬ সালের শুরু থেকে জোরপূর্বক আটক করে রেখেছে। আটক অবস্থায় তার উপর নির্যাতন করা হয়েছে এবং এরফলে তানি মৃত্যুবরণ করেন।
সৌদি আরবের সামাজিক চ্যানেল "এক্সিকিউশন এক্সপ্রেশন" সেদেশের আইনি পরিস্থিতি নিয়ে কাজ করে। এই মিডিয়া শাইখ সুলাইমান দুইশের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোন কিছু প্রকাশ করেনি। তবে সাইবারস্পেসে প্রকাশিত সংবাদ অনুযায়ী, অমানবিক নির্যাতনের ফলে তিনি মারা গেছেন।

সৌদি আরব দীর্ঘ দিন ধরে শুধুমাত্র শিয়া ধর্মীয় আলেম, আইনজীবী এবং গণমাধ্যম কর্মীদেরকেই আটক করছে না; বরং তারা সেদেশের শাসক বিরুদ্ধে যারা সমালোচনা করে তাদেরকেই গ্রেফতার করছে। এ থেকে ওয়াহাবী আলেমগণও রেখায় পাচ্ছে না। সম্প্রতি তারা সৌদি আরবের চলমান সামাজিক পরিস্থিতি সম্পর্কে সমালোচনামূলক বক্তব্য দেয়ার অপরাধে ‘মোহাম্মাদ বিন সৌদ’ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ নাসের আল-উমরকে আটক করেছে। এছাড়াও মদিনার কুরআনুল কারিম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান আহমাদ মারীকেও গ্রেফতার করেছে এবং তার ছেলেকে তলব করেছে।

iqna

 

captcha