IQNA

"কুনকার" খেলা হারাম: আল-আজহার

23:55 - August 30, 2018
সংবাদ: 2606589
আন্তর্জাতিক ডেস্ক: আল-আযহারের ইলেক্ট্রনিক ফতোয়া সেন্টার ঘোষণা করেছে, কম্পিউটার গেইম "কুনকার" খেলা হারাম।

পাকিস্তান সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
বার্তা সংস্থা ইকনা: আল-আযহারের ইলেক্ট্রনিক ফতোয়া সেন্টার ঘোষণা করেছে, কম্পিউটার গেইম "কুনকার" কোন ইসলামিক গেইম নয় এবং ইসলামী শরিয়ত সম্পন্ন নয়।
ইলেক্ট্রনিক ফতোয়া সেন্টার তাদের নিজস্ব ফেসবুকের পাতা লিখেছে: জুয়া খেলা হারাম এবং তদ্রূপ কোন খেলায় শর্ত উল্লেখ করাও হারাম এবং এধরণের খেলা কবিরা গোনার শামিল হবে। কম্পিউটার গেইম "কুনকার" খেলাও ঠিক তেমন একটি খেলা। আর এজন্য এই খেলাটি হারাম।
এই ফতোয়ার বিবরণ দিয়ে এই সেন্টার বলেছে: "কুনকার" খেলা হামরা। এই খেলাটি দুটি মোডের বাহিরে নয়: একটি হচ্ছে, এটি জুয়ার অনুকরণ করে এবং এধরণের অনুকরণ করা হারাম এবং অপরটি হচ্ছে, এটা হচ্ছে জুয়ার মতই একটি খেলা এবং এই খেলাও হারাম।
iqna

 

captcha