IQNA

দায়েশের ৩০০ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আল-বাগদাদীর নির্দেশ

23:44 - October 12, 2018
সংবাদ: 2606977
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদী এই সন্ত্রাসী গোষ্ঠীর ৩০০ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছে। আল-বাগদাদীর সাথে খিয়ানত করার অভিযোগে এই নির্দেশ দেয়া হয়েছে।

দায়েশের ৩০০ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আল-বাগদাদীর নির্দেশবার্তা সংস্থা ইকনা: ইরাকের গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে ইংল্যান্ডের ডেইলি মেইল সংবাদপত্র লিখেছে: আবু বকর আল-বাগদাদীর সাথে বিশ্বাসঘাতকতার সন্দেহে দায়েশ তথা আইএসের ৩০০ জনের বেশি সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আল-বাগদাদী।
ইরাকের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দায়েশের এসকল সদস্যের মধ্যে অনেক উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছে। বিশেষ করে, আবু বালবারায় আল আনসারী, সেফাদিন আল ইরাকী, আবু উসাম আত-তেল আফরী, আবু আইমান আল-মোওহেদ ও মারওয়ান হাদীদ আল-সূরীসহ অন্যান্য কর্মকর্তারা রয়েছে।
উল্লেখ্য, বাগদাদীর পরিকল্পনার বিষয়ে জানতে পেরে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কিছু সশস্ত্র সন্ত্রাসী অজ্ঞাত স্থানে পালিয়ে গেছে।
iqna

 

captcha