IQNA

ইমাম মাহদীকে সবার কাছে প্রিয় করার জন্য আমাদের দায়িত্ব

21:30 - October 16, 2018
সংবাদ: 2607016
যিনি সব থেকে ভাল এবং সবার সম্মান ও ভালবাসা পাওয়ার অধিকার রাখে তার প্রতি ভালবাসা পোষণ করার জন্য সবাইকে দাওয়াত করা আমাদের দায়িত্ব। যেভাবে মহান আল্লাহ হযরত মুসাকে বলেন: আমাকে আমার সৃষ্টির মাঝে প্রিয় বানাও।

ইমাম মাহদীকে সবার কাছে প্রিয় করার জন্য আমাদের দায়িত্ববার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, মহান আল্লাহ তাদের উপর রহমত করুন যারা আমাদেরকে অন্যের নিকট প্রিয় করে এবং অন্যের নিকট বদনাম না করে। আমাদের কথার সৌন্দর্য যদি মানুষের কাছে পৌঁছে দেয়া হয় তাহলে সবাই আমাদের অনুসরণ করবে।

কিন্তু তারা যখন আমাদের কথা বলে তার সাথে নিজের ১০ কথাও চালিয়ে দেয় তখন মানুষ আমাদের উপর অনেক রকম কথা রটনা করতে থাকে।

ইমাম সাদিক(আ.) আরও বলেছেন: আল্লাহ তাদের উপর রহমত করুন যারা অন্যদের অন্তরে আমাদের ভালবাসা সৃষ্টি করে। আর তারা যা পছন্দ করে সেই কথা তাদেরকে বলে আর যা অপছন্দ করে তা বলা থেকে বিরত থাকে।

পবিত্র কুরআনের সূরা শুরার ২৩ নং আয়াত বর্ণিত হয়েছে: قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى বলুন, আমি আমার রেসালরেত বিনিময়ে তোমাদের কাছে আমার নিকট আত্মীয়ের ভালবাসা ছাড়া আর কিছুই চাই না।

আবু খালেদ কাবুলি এই আয়াতে নিকট আত্মীয় সম্পর্কে ব্যাখ্যা জানতে চাইলে ইমাম জয়নুল আবেদীন(আ.) বলেন: তাঁরা হলেন, মা ফাতিমা, ইমাম আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইন(আ.)।

captcha