IQNA

মানুষের ভ্রাতৃত্ব থেকে উপকৃত হওয়ার পন্থা

21:24 - October 17, 2018
সংবাদ: 2607024
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) একটি হাদিসে মু’মিনের ভ্রাতৃত্ব থেকে উপকৃত হওয়ার পন্থা এবং মনমালিন্য দূর হওয়ার উপর আলোকপাত করেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আলী(আ.) হচ্ছেন মহানবীর জ্ঞানের দরজা। তিনি ছিলেন জ্ঞানের ভাণ্ডার তার বানী ছিল মানুষের জন্য হেদায়েতের সোপান। মাওলা আলীর বানী শুধু তার জীবদ্দশাতেই নয় বরং তার শাহাদাতের পরও কিয়ামত পর্যন্ত হেদায়েতের আলোকবর্তিকা।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: الإمامُ عليٌّ عليه السلام : دَارِ النّاسَ تَستَمتِعْ بِإخائهِم ، و القَهُم بِالبِشرِ تَمُتْ أضْغانُهُم.

মানুষের সাথে ভালো আচরণ কর যাতে তোমার প্রতি তারা সদয় হয়। তাদের সাথে হাসি মুখে ওঠাবসা কর যাতে তোমাদের মধ্যেকার সকল বিদ্বেষ দুর হয়ে যায়।

captcha