IQNA

ক্যান্সারে আক্রান্ত ফিলিস্তিনি তরুণকে কারাগারে পাঠাল ইসরাইল

23:56 - November 07, 2018
সংবাদ: 2607153
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি সামরিক আদালত ক্যান্সারে আক্রান্ত ফিলিস্তিনি তরুণকে এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি কারাগার সমিতির (PPS) ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ২০১৭ সালের মার্চ মাসে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কালক্বিলিয়া এলাকা থেকে "আলী মাহমুদ হানুন" নামের ২২ বছরের এক ফিলিস্তিনি যুবককে গ্রেফতার করেছে।
লিউকেমিয়া'য় আক্রান্ত আলী মাহমুদ হানুনকে ইসরাইলি সামরিক আদালত এক বছরের বেশী কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই কঠিন রোগ থাকা সত্ত্বেও ইসরাইলি আদালত ৪র্থ নভেম্বর এই যুবককে ১৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এছাড়াও ৮০০ ডলার জরিমানা ধার্য করেছে।
আদমির কারাগারের মানবাধিকার গ্রুপের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ৫৬৪০ জন বন্দী রয়েছে। এসকল বন্দীদের মধ্যে ৫৩ জন নারী এবং ২৮০ জন শিশু বন্দী রয়েছে।

iqna

 

 

captcha