IQNA

বাহরাইনে নিরাপত্তার অভিযোগে ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড

22:42 - November 28, 2018
সংবাদ: 2607370
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের আদালত সেদেশের ছয় জন নাগরিককে নিরাপত্তা ও রাজনৈতিক বিষয়ে অভিযুক্ত করে যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

বার্তা সংস্থা ইকনা: এই ছায় জন বাহরানির বিরুদ্ধে সেদেশের "আদ-দেরায" পার্কের নিকটে বোমা রাখা এবং দুই জন নিরাপত্তা কর্মীকে আহত করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ছয় জনের বিরুদ্ধে আদ-দেরায" পার্কের নিকটে বোমা রাখা এবং নিরাপত্তা কর্মীদের লক্ষ্যবস্তু করার অভিযোগে অভিযুক্ত করেছে। অবশেষে বাহরাইনের আদালত অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।
উল্লেখ্য, বাহরাইনের বিচার বিভাগকে হিউম্যান রাইটস ওয়াচ জালেম এবং স্বাধীনতা বিরোধী বলে অভিহিত করে বলেছে: এই ছয় ব্যক্তিকে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালতের এধরণের রায় মোটেও গ্রহণযোগ্য নয়।
iqna

 

captcha