IQNA

দুবাইয়ের কুরআনিক পার্কের কিছু ছবি

20:20 - April 01, 2019
সংবাদ: 2608242
আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (২৯মে মার্চ) দুবাইয়ের পৌরসভার পক্ষ থেকে আল-খাওয়ানিজ এলাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কুরআনিক পার্কটি উদ্বোধন হয়েছে। শুক্রবার বিনা টিকিটে দর্শনার্থী পাকটি পরিদর্শন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: দুবাইয়ের পৌরসভার টুইটার পেজে উক্ত শহরের নাগরিকদের জন্য বিনামূল্যে পার্কটি পরিদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে।

কুরআনিক পার্কটির আয়তন ৬০ হেক্টর। এটা কুরআনের অলৌকিক ঘটনাবলির আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পার্ক ইসলাম ও পবিত্র কুরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলবে।

বৈজ্ঞানিক ও চিকিৎসা ক্ষেত্রে ইসলামী ধর্মের সাংস্কৃতিক অর্জনের লক্ষ্যে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির অনুসারীদের সাথে বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক সংযোগগুলির সেতু নির্মাণ করা এই পার্কটি প্রতিষ্ঠার লক্ষ্য।

বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক স্থাপন এবং বৈজ্ঞানিক ও চিকিৎসা ক্ষেত্রে ইসলামের সাংস্কৃতিক সাফল্য লক্ষ্যে এই কুরআনিক পার্কটি নির্মাণ করা হয়েছে।

পরিদর্শনকারীরা এই পার্কটি পরিদর্শনের মাধ্যমে পবিত্র কুরআনে উল্লেখিত বৃক্ষসমূহ এবং এসকল বৃক্ষের ব্যবহার সম্পর্কে অবগত হতে পরবেন। iqna

captcha