IQNA

আগামী ৫ বছরের ঈদের ঘোষণা দিয়েছে পাকিস্তান

20:03 - May 28, 2019
সংবাদ: 2608624
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান এস্তেহলাল ওয়েবসাইট ও চন্দ্র মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে। এই ওয়েবসাইট ও চন্দ্র মাসের ক্যালেন্ডারে চলতি বছরের ঈদের দিনসহ আগামী চার বছরের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী “ফুয়াদ হুসাইন চৌধুরী” প্রথম বারের মতো এস্তেহলাল ওয়েবসাইট চালু করেছে। এছাড়াও চন্দ্র মাসের ক্যালেন্ডারও চালু করেছে। এই ওয়েবসাইট ও ক্যালেন্ডারের চলতি বছরের ঈদের দিনসহ আগামী চার বছরের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে।

ফুয়াদ হুসাইন চৌধুরী বলেছেন: এই বছরে ঈদুল ফিতর বুধবার (৫ম জুন) পালিত হবে এবং ঈদুল আযহা (কুরবানি ঈদ) ১২ই আগস্ট (সোমবার) পালিত হবে। এছাড়াও আগামী চার বছরের ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন: চন্দ্র মাসের ক্যালেন্ডার নির্ধারণের জন্য ধর্মীয় আলেমদের অনুসরণ করার প্রয়োজন নেই। চাঁদ দেখার জন্য আমরা বর্তমানে আধুনিক প্রযুক্ত ব্যবহার করাতে পারি। iqna

 

 

captcha