IQNA

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকের রঙে সজ্জিত ইমাম আলী (আ.)এর মাযার

22:50 - December 29, 2020
সংবাদ: 2612030
তেহরান (ইকনা): নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষ ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত আমিরুল মু’মিনীন আলী ইবনে আবু তালেবের মাযার কালো কাপড় দিয়ে আবৃত করা হয়েছে।

দুই জাহানের নারীদের সর্দারনী হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের বিভিন্ন প্রাঙ্গণ কালো কাপড় ও পতাকা দিয়ে শোকের সাজে সাজানো হয়েছে।

হযরত ফাতিমা জাহরা (সা. আ.)এর নাম ও বিভিন্ন হাদিস লেখা এসকল কালো কাপড় ও পতাকা মাজারের বিভিন্ন প্রাঙ্গণে শোকের আলামত হিসেবে সাজানো হয়েছে।

ইতিহাসে হযরত ফাতিমা জাহরা (সা. আ.) এর শাহাদাতের দুইটা তারিখ বর্ণিত হয়েছে। আর এজন্য এই দুই তারিখের মধ্যবর্তী সময় তথা ১৩ই জমাদিউল আওয়াল থেকে ৩য় জামাদিউস সানি পর্যন্ত “আইয়ামে ফাতিমিয়া” বলা হয়।

ইমাম আলী (আ.)এর মাযারের কর্তৃপক্ষ ঘোষণা করেছেন: আইয়ামে ফাতিমিয়া উপলক্ষে বিভিন্ন শোকানুষ্ঠান বিশেষ করে বক্তৃতা, মাতম এবং মর্সিয়া অনুষ্ঠিত হবে। করোনার সীমাবদ্ধতার কারণে এই শোকানুষ্ঠান স্বল্পসংখ্যক জিয়ারতকারীর উপস্থিতির মাধ্যমে আলাভি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সম্প্রচার করা হবে। iqna

 

 

 

captcha