IQNA

তুর্কি ধর্মপ্রচারককে সাড়ে ৮ হাজার বছরের কারাদণ্ড

15:07 - November 17, 2022
সংবাদ: 3472834
তেহরান (ইকনা):  তিনি যেন ইস্তানবুলের ‘রাম রহিম’। ডেরা সচ্চা সৌদা প্রধানের যৌ'ন কেলেঙ্কারির ঘটনায় শিউরে উঠেছিল গোটা ভারত। এবার সুদূর ইস্তানবুলের এক স্বঘোষিত মুসলিম ধর্মপ্রচারকের সাজাপ্রাপ্তির ঘটনা যেন রাম রহিমকে মনে করিয়ে দিল। 
আদনান ওক্তার নামের ওই তুর্কি ধর্মপ্রচারককে ৮ হাজার ৬৫৮ বছরের কারাবাসের সা'জা শুনিয়েছে আদালত। ২০২১ সালেই তাকে ১ হাজার ৭৫ বছরের কারাবাসের দ'ণ্ড দেওয়া হয়েছিল। এবার পুনর্বিচারে সাজা বেড়ে গেল ৮ গুণ! ওক্তারের পাশাপাশি আরও ১০ জনকে একই সাজা শোনানো হয়েছে।
 
জানা গিয়েছে, একটি টিভি শো করতেন ওক্তার। সেখানে সারাক্ষণই তার চারপাশে দেখা দেখা যেত স্বল্পবসনা সুন্দরীদের। যাদের তিনি ‘কিটেন’ অর্থাৎ বিড়ালছানা বলতেন। তার শোয়ে রক্ষণশীল মূল্যবোধের শিক্ষা দিতে দেখা যেত ওই ধর্মপ্রচারককে। সেই সময় সারাক্ষণই তার চারপাশে ঘুরে বেড়াতেন চড়া মেকআপ করা যুবতীরা।
 
ওক্তারের বিরুদ্ধে যৌ'ন হে'ন'স্তা, নাবালিকাদের নি'র্যা'তন, প্র'তা'রণার মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও সামরিক গু'প্তচ'রবৃত্তির মতো অভিযোগেও দো'ষী সা'ব্য'স্ত হয়েছেন তিনি। গত বছর ওক্তারকে সাজা দেওয়া হলেও তা বাতিল করে উচ্চ আদালত। কিন্তু এবার পুনর্বিচারে এই সাজা পেলেন ৬৬ বছরের ধর্মপ্রচারক।
captcha