IQNA

ইসলামে খুমস/৬

রাসুল (সাঃ) এর সময়ে খুমস

23:44 - November 23, 2023
সংবাদ: 3474692
তেহরান (ইকনা): নবী করিম (সাঃ)এর সময়ে খুমস গ্রহণের প্রচলন ছিল এবং এর গুরুত্ব নবীর বাণীতে উল্লেখ করা হয়েছে।
নবী করিম (সাঃ)এর সময়ে খুমস গ্রহণের প্রচলন ছিল এবং এর গুরুত্ব নবীর বাণীতে উল্লেখ করা হয়েছে।
১. আয়াত ও রেওয়ায়েতে, খুমসের চেয়ে যাকাতের নাম বেশি উল্লেখ করা হয়েছে, কারণ মক্কার অল্পকিছু লোক যারা ব্যবসা করত তারা ব্যতীত অধিকাংশ লোকেরাই কৃষিকাজ ও পশুপালন করত। তবে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুমস সংগ্রহের জন্য সাহাবীদের বিভিন্ন অঞ্চলে পাঠাতেন। ইতিহাসে যেমন বলা হয়েছে: উদাহরণস্বরূপ, তিনি আলী ইবনে আবি তালিব (আ.), আমরো ইবনে হাযম এবং মুআয বিন জাবালকে ইয়েমেনে এবং মোহামিয়্যাহকে বনি জুবায়েদয় খুমস সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন। بعثه رسول اللّه لاخذ الاخماس (১)
২. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে আসা প্রতিনিধিদলকে ঈমানের নির্দেশ দেওয়ার পর সালাত আদায় ও যাকাত প্রদান ছাড়াও খুমস দিতে বলতেন: آمركم بالایمان... و اقام الصلوة و ایتاء الزكاة و تعطوا الخمس من المغنم (২)
৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তাতে খুমসের বিষয়টি উল্লেখ করেছেন। (৩)
৪. মুসলমানরা যেমন মহানবী (সা.)-এর কাছে যাকাত পাঠাত, আল্লাহ তাঁর বরকত দান করেন, তেমনি তারা তাঁর খেদমতে খুমস পাঠাত। (৪)
পদটিকা:
১. কিতাবুল খুমস, আয়াতুল্লাহ নূরী হামাদানী, পৃ: ১১০।
২.  সাহীহ বুখারী, খণ্ড: ১, পৃ: ৩২, ৩৩, ১৩১।
৩. তাবাক্বাতে ইমনে সা’য়দ, খণ্ড: ১, পৃ: ৩৭৪।
৪. কিতাবুল খুমস, আয়াতুল্লাহ নূরী হামাদানী, পৃ: ৮৮, ১১০, ৭৪৫।

• আয়াতুল্লাহ মোহসেন কারায়াতির  "খুমস" বই থেকে সংগৃহিত

 
captcha