IQNA

ইমাম কাজিম (আ.)এর স্বহস্তে লেখা জিয়ারতে আশুরা

20:25 - October 17, 2019
সংবাদ: 2609450
আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন আরবাইনের প্রাক্কালে ইমাম মুসা ইবনে জাফর (আ.)এর স্বহস্তে লিখিত হাদিসে কুদসি জিয়ারতে আশুরা প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রথমবারের মতো মাফাতিহুল কালাম গ্রন্থে ইমাম মুসা ইবনে জাফর (আ.)এর স্বহস্তে লিখিত হাদিসে কুদসি জিয়ারতে আশুরা প্রকাশিত হয়েছে। আসন্ন আরবাইন উপলক্ষে ইমামের হস্তলিখিত এই জিয়ারতটি প্রকাশ করা হয়েছে। এই জিয়ারতটি এতদিন ইরানের পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজা (আ.)এর লাইব্রেরিতে সংরক্ষিত ছিল।
ইতিমধ্যে এই জিয়ারতটি arbaein.ir ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
জিয়ারতে আশুরা একটি হাসিদে কুদসি। প্রথমবারের মতো জনসাধারণের জন্য ইমাম বাকির (আ.) এই জিয়ারতটি পাঠ করেন। তিনি বলেন: আমি আমার পিতা হতে এবং তিনি তাঁর পিতা হতে এবং তিনি তার পিতামহ হযরত মুহাম্মাদ (সা.) হতে এবং তিনি হযরত জিবরাইল হতে এবং জিবরাইল মহান আল্লাহ হবে ব্যক্তি করেছেন: السلام علیک یا أبا عبدالله... (আসসালুমু আলাইকা ইয়া আবা আব্দিল্লাহ ...)।
এথেকে বোঝা যায় যে জিয়ারতে আশুরা পূর্বে থেকে আহলে বাইত (আ.)এর মধ্যে ছিল। হযরত ইমাম হুসাইন (আ.) আশুরার দিনে দুইবার এই জিয়ারতটি পাঠ করেছেন। একবার জোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময় শুরু থেকে শেষ পর্যন্ত এই জিয়ারতটি পাঠ করেছেন এবং আরেকবার সকাল থেকে আশুরার সূর্যাস্ত পর্যন্ত (খণ্ডাকারে পড়েছেন)। ইমাম হুসাইন (আ.) দুই নামাজের মধ্যবর্তী সময়ে জিয়ারতে আশুরা সম্পূর্ণ পড়েছেন। তবে ইমাম খণ্ডাকারে জিয়ারতে আশুরা পড়েছেন, শুধুমাত্র সিজদাহের স্থান ব্যতীত। সিজদার স্থান পড়ার পূর্বেই কাফেররা তাঁকে শহীদ করে।
ইমাম মুসা ইবনে জাফর (আ.)এর স্বহস্তে লিখিত হাদিসে কুদসি জিয়ারতে আশুরাটি দেখতে এখানে ক্লিক করুন।  iqna

 

 

captcha