IQNA

হাফেজ শিরাজির সমাধি কমপ্লেক্স

15:53 - October 12, 2020
সংবাদ: 2611626
তেহরান (ইকনা): মহাকবি হাফেজ শিরাজির আসল নাম শামসুদ্দিন মোহাম্মদ বিন বাহাউদ্দীন মোহাম্মাদ হাফেজে শিরাজি হলেন একজন ইরানী বা ফার্সি কবি যিনি বুলবুল-ই-শিরাজ এবং লিসানুল গাইব উপাধিতে ভূষিত হন।

হাফেজের বন্ধু ও তাঁর কবিতাসমূহের (দীওয়ানের) মালাকর গুল-আন্দামের মতে হফেজের মৃত্যু-সাল ৭৯১ হিজরি বা ১৩৮৯ খ্রিষ্টাব্দে বলা হয়েছে। তাকে ইরানের শিরাজ শহরে দাফন করা হয়। হাফেজের কবিতাগুলির স্থায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য হচ্ছে পবিত্র কুরআনের আত্মার সাথে তাঁর গভীর সংযোগ।

ইরানের ক্যালেন্ডার অনুযায়ী ২০শে মেহর (১১ই অক্টোবর) হাফেজ শিরাজীর স্মৃতি দিবস নামকরণ করা হয়েছে।

 

 

 

captcha