IQNA

ক্যামেরুনে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর নতুন তৎপরতা

19:51 - October 19, 2020
সংবাদ: 2611664
তেহরান (ইকনা): বোকো হারামের উগ্র সন্ত্রাসীরা ক্যামেরুনের উত্তরাঞ্চলের একটি গ্রামের তিনজনকে হত্যা করেছে।

নাইজেরিয়ার সীমানা থেকে ৬ কিলোমিটার দূরে ক্যামেরুনের সবচেয়ে উত্তরে ওডাল গ্রামে বোকো হারামের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তিন জনকে হত্যা এবং পাঁচ শিশুকে অপহরণ করেছে।

মেয়ো মাসকোটা শহরের মেয়র বুকার মোজুয়া ১৮ই অক্টোবর রবিবার এক বিবৃতিতে বলেন: সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের উগ্র সদস্যরা ক্যামেরুনের উত্তরাঞ্চল এবং পাশাপাশি নাইজেরিয়া, নাইজার এবং চাদ প্রজাতন্ত্রের বিভিন্ন স্থানে সুরক্ষা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ তীব্র করেছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় এ পর্যন্ত ৩৬ হাজরেরও অধিক লোক নিহত হয়েছে। এছাড়াও এই সন্ত্রাসবাদী গোষ্ঠীর হামলার ভয়ে এ পর্যন্ত ৩০ লাখ নাইজেরিয়ান তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

বোকো হারাম (যার অর্থ "পাশ্চাত্য শিক্ষা নিষিদ্ধ") নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বিদ্রোহী দল। এই দলটি সেদের সকল নতুন স্কুল বন্ধ করার পাশাপাশি সেদেশের ৩৬টি প্রদেশে ইসলামিক আইন প্রয়োগের আহ্বান জানিয়েছে। ২০০২ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি, নাইজেরিয়া, নাইজার, চাদ এবং ক্যামেরুনের উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে।

দলিটি আগে আল-কায়েদার সাথে যুক্ত ছিলেন, তবে ২০১৫ সালে আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্যের অঙ্গীকার করে দলটির নাম পরিবর্তন করে “পশ্চিম আফ্রিকার ইসলামিক স্টেট” নামকরণ করে।  iqna

 

captcha