IQNA

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিরুদ্ধে বাহরাইনি জনতার বিক্ষোভে আলে খলিফার বাধা + ভিডিও ও ছবি

0:01 - October 02, 2021
সংবাদ: 3470754
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী লেয়ার ল্যাপিডের বাহরাইনের সফরের বিরুদ্ধে দেশটির জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। নিজেদেরে অধিকার রক্ষার্থে প্রদর্শিত এই বিক্ষোভ অলে খলিফার নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করেছে।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিরুদ্ধে বাহরাইনি জনতার বিক্ষোভে আলে খলিফার বাধা + ভিডিও ও ছবিইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন এবং বাহরাইনের ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিরুদ্ধে সেদেশর জনগণ সোচ্চার হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে। বাহরাইনের স্টার আইল্যান্ডে জায়নবাদীর বিরুদ্ধে প্রদর্শিত এই বিক্ষোভ কঠোরভাবে দমন করেছে অলে খলিফার নিরাপত্তা বাহিনী। 
 
অবশ্য, বাহরাইনের জনগণ দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করে এই সফরের তীব্র নিন্দা জানিয়েছে এবং দখলদার শাসনের সাথে সম্পর্ক স্বাভাবিককরণকে ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার কারণ বলে অভিহিত করে।
 
৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।  iqna

سرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیستسرکوب تظاهرات مردم بحرین علیه سفر وزیر صهیونیست

 

captcha