IQNA

২৮শে সফর, রহমত ও দয়ার নবীর (সা.) ওফাত বার্ষিকী

তেহরান (ইকনা): বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) ৪০ বছর বয়সে নবুয়্যাত প্রাপ্ত হন। তিনি মক্কায় ১৩ বছর গোপনে এবং প্রকাশ্যে ইসলাম প্রচার করেছন। কাফির ও মুশরিকদের ষড়যন্ত্র ও চাপ বাড়ার ফলে ১৩ বছর পর তিনি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেন। মদিনায় ১০ বছর ইসলাম প্রচার করার পর তা পরিপূর্ণতায় লাভ করে। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদ (সা.) ৬৩ বছর বয়সে ১১ই হিজরির ২৮শে সফর ইহকাল ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেন।
 
 
captcha