IQNA

আরও একজন শিয়া নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

20:25 - October 06, 2021
সংবাদ: 3470777
তেহরান (ইকনা): সৌদি সরকার পর্যাপ্ত প্রমাণ ছাড়াই সেদেশের আরও এক শিয়া নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 
সৌদি শিয়া নাগরিক “মুসলিম আল-মুহসিনের” মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা ১০ দিন অতিবাহিত না হতেই সৌদি শাসক তার মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা করেছ। 
 
এই শিয়া নাগরিকের বিরুদ্ধে সশস্ত্র গ্যাংয়ের সদস্য এবং এক পুলিশকে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছিল। অথচ ইউরোপীয় ইউনিয়ন ফর হিউম্যান রাইটস এই অভিযোগ অস্বীকার করেছে এবং জোর দিয়ে বলেছে যে সৌদির এই নাগরিক নির্দোষ। এই দাবীর কোন পর্যবেক্ষণ ছাড়াই সৌদি শাসক এই শিয়া নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 
 
তার এলাকার অধিবাসীরা ইউরোপীয় ইউনিয়ন ফর হিউম্যান রাইটসকে বলেছে যে, মুসলিম আল-মুহসিন অত্যন্ত শান্তিপ্রিয় এবং দয়ালু ব্যক্তি ছিলেন এবং তার কাছে কখনও অস্ত্র ছিল না। 
 
মুসলিম আল-মুহসিন শিয়া অধ্যুষিত কাতিফ প্রদেশের আল-আওয়ামিয়া শহরের বাসিন্দা ছিলেন। কিশোর থাকা অবস্থায় ২০১৫ সালে সৌদি শাসক তাকে গ্রেপ্তার করেছিল।  iqna
 

 

captcha