IQNA

মুসলিম উম্মাহকে লক্ষ্য করে তাকফিরি সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হচ্ছে

20:31 - October 11, 2021
সংবাদ: 3470802
তেহরান (ইকনা): সন্ত্রাসী ও অমানবিক অপরাধের প্রতিবাদে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আফগানিস্তানের কুন্দুজ প্রদেশেরে সৈয়দ আবাদ মসজিদ বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন: বিশ্বব্যাপী আধিপত্য ব্যবস্থা এবং জায়নবাদের থিংক ট্যাঙ্কে উৎপন্ন তাকফিরি সন্ত্রাসের হুমকি এবং অহংকারী শক্তির গুপ্তচর সংগঠনগুলি মুসলিম উম্মাহকে লক্ষ্য করে চলেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বলদর্পী শক্তিগুলোর তৈরি করা তাকফিরি সন্ত্রাসীদের বিপদ পরিষ্কার হয়েছে।
 
আজ (সোমবার) এক বিবৃতিতে জেনারেল বাকেরি একথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিনীদের অপমানজনক পিছুহটার পর প্রতিরোধ অক্ষকে এখন লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। 
 
গত শুক্রবার জুমা নামাজের সময় কুন্দুজ শহরের খানাবাদ এলাকার একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতরা সবাই আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের লোকজন। আফগানিস্তানের হাজারা শিয়া মুসলমান হচ্ছে তৃতীয় বৃহত্তম নৃ-গোষ্ঠী।
 
ওই হামলার ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, এই ঘটনা মুসলিম বিশ্বে বিশেষ করে প্রতিবেশী আফগানিস্তানে নিরাপত্তা এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে।iqna
 
captcha