IQNA

ইরানে “হাফেজ এবং কুরআন” শীর্ষক বই প্রদর্শনী

20:01 - October 11, 2021
সংবাদ: 3470803
তেহরান (ইকনা):  লিসানুল গাইব নামে প্রসিদ্ধ অষ্টম শতাব্দীর বিশ্বখ্যাত কবি হাফেজ শিরাজীর স্মরণে হাফেজ শিরাজী স্মৃতি সংগ্রহে “হাফেজ এবং কুরআন” শীর্ষক বই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। 
শামস-উদ্দীন মোহাম্মাদ হাফেজ-শিরাজী, পারস্যের একজন সুফি কবি, কিন্তু তাঁর কবিতায় হাফেজ নামটি ব্যবহার করেন। যারা সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন, তাদেরকে আরবি ভাষায় “হাফিজ” এবং ফার্সি ভাষায় “হফেজ” বলা হয়। তার জীবনী-লেখকগণও বলেন, হাফিজ সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন। তিনি ছিলেন ইরানের শিরাজ শহরের একজন হাফেজ, এ কারণেই তার নামের শেষে হাফিজ-ই-শিরাজী যোগ করা হয়, আসলে তার নাম ছিল শামস-উদ্দীন মোহাম্মাদ। জানা যায়, কুরআন মুখস্থ ও কুরআনের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার কারণেই অবশেষে “খাজা হাফিজ” নামে তিনি অভিহিত হয়েছিলেন। তার কাব্যের ছত্রে ছত্রে পবিত্র কুরআনের প্রভাব প্রতিফলিত হয়েছে। তিনি নিজেই এ ব্যাপারে উল্লেখ করেছেন:
 
হে হাফিজ! তোমার বক্ষে ধারণকৃত এই কুরআনের চেয়ে
সুন্দর ও সুমিষ্ট বাণী আর কিছু দেখি নি”। 
 
 
 
 
captcha