IQNA

করোনাকালীন সহযোগিতা

ইংল্যান্ডে মুসলিম স্বেচ্ছাসেবী সংগঠনের পুরস্কার লাভ

0:04 - October 13, 2021
সংবাদ: 3470812
তেহরান (ইকনা): ইংল্যান্ডে করোনা মহামারির প্রাদুর্ভাবের সময় কভিড-১৯ আক্রান্ত পরিবারগুলোকে সহযোগিতা করায় ‘ব্লাকবর্ন মুসলিম বুরিয়াল সোসাইটিকে ‘দ্য লিডার’স অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত করেছে ‘ওয়ান ভয়েজ ব্লাকবর্নস ওয়ান ভি’। 
ব্লাকবর্ন মুসলিম বেরিয়াল সোসাইটির নেতা ইমরান প্যাটেল বলেন, ‘মনোনীত হয়ে আমরা আনন্দিত। কেননা এর অর্থ হলো আমরা যা করেছি শেষ পর্যন্ত তা গুরুত্বপূর্ণ।’ গত শনিবার কিং জর্জ হলে অনুষ্ঠিত ওয়ান ভয়েজের বার্ষিক ডিনারে তাদের সম্মাননা গ্রহণ করেছে।
 
ইসলামের দৃষ্টিতে মৃতদের দাফন করা পুরস্কারযোগ্য কাজ। ইসলাম জীবিত ও মৃত সব ধরনের মানুষকে সম্মান করতে বলে। ইসলামী শরিয়তের বিধান অনুসারে মৃত ব্যক্তির কাফন-দাফন দ্রুততম সময়ে সম্পন্ন করতে হয়। 
 
ইসলামের এই নির্দেশনা সামনে রেখে পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত হয় ‘দ্য ব্লাকবর্ন মুসলিম বেরিয়াল সোসাইটি’। সে সময় থেকে তারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের প্রদত্ত সেবার মধ্যে রয়েছে—যানবাহন সেবা, গোসল-কাফন-দাফন ও জানাজার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত করা। সূত্র : অ্যাবাউট ইসলাম
captcha