IQNA

বিশ্বে টিকার চাহিদা তুঙ্গে, লাখ লাখ ডোজ নষ্ট করল যুক্তরাষ্ট্র

11:11 - October 17, 2021
সংবাদ: 3470831
তেহরান (ইকনা): সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার ৬৬৬ জন এবং মারা গেছে ৪৯ লাখ ৯ হাজার ৬৫৩ জন।
বিশ্বে টিকার চাহিদা তুঙ্গে, লাখ লাখ ডোজ নষ্ট করল যুক্তরাষ্ট্রগার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা থেকে বাঁচতে সারাবিশ্বে টিকার ব্যাপক চাহিদা রয়েছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র অন্তত দেড় কোটির বেশি ডোজ নষ্ট করেছে। 
 
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) একটি পর্যালোচনায় বলেছে, এ বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় কোটি ডোজ টিকা ফেলে দেওয়া হয়েছে। 
 
আরেকটি অনুসন্ধানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যে গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের জুলাই পর্যন্ত ফেলে দেওয়া টিকার ডোজের সংখ্যা ১০ লাখ। আর লুইজিয়ানাতে ফেলে দেওয়া ডোজের সংখ্যা ২ লাখ ২৪ হাজার।
 
জানা গেছে, কিছু ডোজ নষ্ট হয়েছে ভায়াল খোলা ও সব ডোজ সম্পূর্ণ না হওয়ার জন্য। তবে ২০ হাজারের বেশি ডোজ নষ্ট হয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে।
সূত্র: গার্ডিয়ান।
captcha