IQNA

আমাদের অনশন চালিয়ে যাব: ইসলামী জিহাদের বন্দীগণ

11:27 - October 17, 2021
সংবাদ: 3470832
তেহরান (ইকনা): ইহুদিবাদী ইসরাইলের কারাগারে আটক আরো অনেক ফিলিস্তিনি বন্দি চলমান অনশনে যোগ দেবেন বলে জানা গেছে। ইসরাইলের কারা কর্তৃপক্ষ বন্দিদের দাবি মেনে না নেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কুদস প্রেস।

প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি (পিপিএস)-এর ইস্যু করা একটি বিবৃতি থেকে জানা যায়, ইসরাইলি কারাগারের ভেতরে বন্দিদের জন্য 'প্রতিরোধ কর্মসূচি' বাড়ছে।
 
বিবৃতিতে বলা হয়েছে: 'যদি ইসরাইলের কারা কর্তৃপক্ষ অনশনকারীদের দাবি পূরণ না করে এবং ফিলিস্তিনে ইসলামী জিহাদ আন্দোলনের সাথে যুক্ত বন্দিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলে অন্যান্য গোষ্ঠীর বন্দিরা অনশনে যোগ দেবে।'
 
বুধবার, পিপিএস জানায়, ইসরাইলি গিলবোয়া কারাগার থেকে গত ৬ সেপ্টেম্বর ছয় ফিলিস্তিনি বন্দির পালানোর পর কারা কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থা ও আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে ফিলিস্তিনে ইসলামী জিহাদ আন্দোলন থেকে ২৫০ জন বন্দি অনশন শুরু করেন।
 
এদিকে, পিপিএসের রিপোর্ট থেকে জানা গেছে, বন্দি মোহাম্মদ আল-আমৌদি এবং হোসনি ইসা তাদের অনশন বৃদ্ধি এবং পানি পান বন্ধ করেছেন। ফলস্বরূপ, তাঁদের অবস্থার অবনতি ঘটে এবং কারাগারের ক্লিনিকে ভর্তি করা হয়।
 
পিপিএস ঘোষণা করেছে. এই অনশনকে ইসরাইলি কারাগারের সকল বন্দি এবং ফিলিস্তিনি দলগুলো সমর্থন করে। তারা বলে, ইসরাইলের কারা কর্তৃপক্ষকে অবশ্যই বন্দিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করতে হবে। iqna
captcha