IQNA

বাহরাইনের শিয়াদের নেতা:

বাহরাইনের নির্বাচনে অংশগ্রহণের অর্থ হল, অত্যাচারদের সাথে অংশগ্রহণ করা

0:05 - September 10, 2022
সংবাদ: 3472436
তেহরান (ইকনা): বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম বাহরাইনের জনগণ ও তরুণদের উদ্দেশে এক বার্তায় বাহরাইনের আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ওপর গুরুত্বারোপ করেছেন।
আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম তার বাণীতে বলেছেন, আসন্ন নির্বাচনে বাহরাইনের জনগণের অংশগ্রহণের অর্থ হচ্ছে অত্যাচারীদের সাথে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে নিজেদের ক্ষতিসাধন করা।
তিনি নির্বাচনে অংশগ্রহণকে "যুক্তি, ধর্ম এবং যৌক্তিক আচরণের পরিপ্রেক্ষিতে প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য" বলে মনে করেন এবং যোগ করেন: বর্তমানে, প্রচেষ্টার লক্ষ্য নির্বাচনকে অর্থহীন করে তোলা, এটিকে জাতির জন্য যে কোনও বিষয়বস্তু এবং অর্থ থেকে খালি করা এবং একে ব্যক্তি সার্বভৌমত্বের হাতিয়ারে পরিণত করা।
 
এর আগে আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম বলেছিলেন যে ভবিষ্যৎ সংসদ যদি বাহরাইনের জনগণের প্রতিনিধিত্ব না করে সরকারকে প্রতিনিধিত্ব করে, তাহলে এই সমস্ত হট্টগোল ও নির্বাচনী বিভ্রান্তির কারণ কী? অতএব, জনগণকে একা ছেড়ে দিন।
উল্লেখ্য যে, আগামী অক্টোবরে বাহরাইনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 4084026

 

captcha