IQNA

গাজায় শহীদের সংখ্যা বেড়ে ৩০,৬৩১ জন 

3:04 - March 06, 2024
সংবাদ: 3475193
ইকনা: গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যানে ঘোষণা করেছে যে আল-আকসা তুফান অভিযানের শুরু থেকে এই পর্যন্ত মোট ৩০,৬৩১ শহীদ হয়েছেন এবং এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় ৯৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
আজ মঙ্গলবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ‘গত ২৪ ঘণ্টায় সেখানে ইসরাইলি হামলায় নতুন করে ৯৭ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৩০ হাজার ৬৩১ জনে দাঁড়ালো।’
 
এদিকে চলমান সহিংসতায় গাজা উপত্যকায় ৭২ হাজার  ৪৩ জন আহত হয়েছেন।
 
এর আগে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, উত্তর গাজার হাসপাতালগুলোতে শিশুরা অনাহারে মারা যাচ্ছে। একটি ত্রাণ মিশন সেখানকার দু’টি হাসপাতালে অনাহারে শিশু মৃত্যুর ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেছে।
 
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বলেন, ‘আল আওদা ও কামাল আদওয়ান হাসপাতালে সপ্তাহান্তে সংস্থা প্রথমবারের বারের মতো পরিদর্শনে গেছে। যদিও গত অক্টোবরের প্রথম থেকেই উত্তর গাজায় ঢোকার নিয়মিত প্রচেষ্টা অব্যাহত ছিল।’
 
সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন, ‘আল আওদা হাসপাতালের চিত্র ভয়াবহ। এর একটি ভবন ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে কামাল আদওয়ান হাসপাতাল সেখানকার একমাত্র শিশু হাসপাতাল। এটি রোগীতে পরিপূর্ণ।’
 
টেডরস আরো বলেন, খাদ্য সঙ্কটে ১০ শিশু মারা গেছে।’ তিনি বলেন, ‘বিদ্যুতের অভাবে এই দুই হাসপাতালে সেবাদানে মারাত্মক বিঘ্ন ঘটছে। ইনটেনসিভ ও নবজাতক ইউনিটের মতো জটিল ইউনিটগুলোতে ভয়াবহ পরিস্থিতি চলছে।’
 
টেডরস নিরাপদ ও নিয়মিত মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরাইলের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
captcha