IQNA

কাতারের বিশ্বের সবচেয়ে দামি কুরআনের প্রদর্শন

19:16 - December 02, 2017
সংবাদ: 2604460
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কুরআনের সবচেয়ে দামি পাণ্ডুলিপিটি কাতারের আন্তর্জাতিক গ্রন্থ মেলায় প্রদর্শিত হয়েছে। এই পাণ্ডুলিপিটির মূল্য ৩০ লাখ কাতারি রিয়াল।
কাতারের বিশ্বের সবচেয়ে দামি কুরআনের প্রদর্শন

বার্তা সংস্থা ইকনা: কাতারের "হেরিটেজ এবং ওয়ার্ল্ড আর্ট" ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা মুসলেম সাকা আমিনী বলেন: পবিত্র কুরআনের মূল্যবান ও অনন্য এই পাণ্ডুলিপিটি বর্তমানে হেরিটেজ এবং ওয়ার্ল্ড আর্ট" ইন্সটিটিউটের দায়িত্বে রয়েছে। বিশ্বের বিরল ও অনন্য পাণ্ডুলিপির মধ্যে এটি একটি। প্রাচীন এই পাণ্ডুলিপিটি ৪০০ বছর পূর্বে প্রথম রাজা সালিমকে উপহার দেয়া হয়েছিলো।

তিনি বলেন: এছাড়াও অপর এক ঐশী গ্রন্থ গসপেলও (বাইবেল) এই ইন্সটিটিউটে সংরক্ষিত রয়েছে। ৭০০ বছরের প্রাচীন প্রাচীন এই বাইবেলটি চামড়ার ওপর লেখা হয়েছে। এরমধ্যে প্রাচীন কিছু ছবিও রয়েছে।

কাতারের আন্তর্জাতিক গ্রন্থ মেলায় বিশ্বের ২৯টি দেশের ৩৫৫টি পাবলিকেশন্স অংশগ্রহণ করেছে। প্রদর্শনীটি ২৯শে নভেম্বর শুরু হয়েছে এবং একাধারে ৪ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

iqna


captcha