ইকনা- মানুষ যখন বাগানের ফুল তুলতে হাত বাড়ায়, তখন কাঁটার খোঁচা খাওয়ার আশঙ্কা থাকেই। তবুও সে থামে না, কারণ জানে— সামান্য ব্যথা ছাড়া সৌন্দর্যের আস্বাদ মেলে না। কাঁটার মধ্যে লুকিয়ে থাকে ফুলের সুবাসের মূল্য। শিশুরাও তেমনি মানবতার বাগানের স্নিগ্ধতম প্রস্ফুটন; তাদের উপস্থিতিতে ঘর-সংসার, সমাজ ও পৃথিবী প্রাণবন্ত হয়ে ওঠে।
00:04 , 2025 Oct 11