IQNA

নিউজিল্যান্ডের মুসলিম মহিলা কাউন্সিলের প্রতিষ্ঠাতা;

কর্মস্থলে হিজাবী নারীদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি পেয়েছে

19:55 - December 20, 2019
সংবাদ: 2609868
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের মুসলিম মহিলা কাউন্সিলের প্রতিষ্ঠাতা বলেছেন: সম্প্রতি মুসলিম নারীদেরকে তাদের কর্মস্থলে আগের চেয়ে অনেক বেশি বৈষম্য ও হয়রানির শিকার হতে হচ্ছে।

নিউজহাব ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নিউজিল্যান্ডের মুসলিম মহিলা কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা “আঞ্জুম রহমান” সেদেশের রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: গত ছয় থেকে আট সপ্তাহে কর্মস্থলে মুসলিম হিজাবী নারীদের বিরুদ্ধে বৈষম্যের মাত্রা বৃদ্ধি পেয়েছে।


তিনি বলেন: মুসলিম নারীরা তাদের কর্মস্থলে বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে তাদেরকে মৌখিক অবমাননা করা হচ্ছে। এছাড়াও যেসকল নারী হিজাব ব্যবহার করেন, তাদেরকে বেশ হয়রানির শিকার হতে হচ্ছে। এগুলো শুধুমাত্র সমাজেই দেখা যাচ্ছে না, বরং সামাজিক মিডিয়াও (সাইবারস্পেসেও) দৃশ্যমান হচ্ছে।


তবে তিনি বিশ্বাস করেন যে, অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের মুসলমানদের কম সহিংসতা সম্মুখীন হতে হচ্ছে এবং তাদের নিজস্ব পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে।  iqna

 

captcha