IQNA

ইরানে করোনাভাইরাসের ওষুধ এবং টিকা তৈরির চেষ্টা চলছে: গবেষণা প্রতিষ্ঠান

18:26 - March 01, 2020
সংবাদ: 2610332
তেহরান (ইকনা)- ইরানের একটি বড় গবেষণা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে চিকিৎসার জন্য ওষুধ এবং টিকা তৈরি করছে। করোনাভাইরাস মোকাবেলা করার জন্য দেশটির সরকার যখন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে তখন এ খবর এলো।

আজ (রোববার) বাকিয়াতুল্লাহ চিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা জালিলি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের তিনটি গবেষণাকারী দল করোনাভাইরাসের চিকিৎসার জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, এদের মধ্যে একটি দল এরইমধ্য একটি ওষুধ তৈরি করেছে যা রোগীদের সুস্থ করার জন্য ব্যবহার করা হতে পারে। জেনারেল আলীরেজা জালিলি বলেন, বিশেষজ্ঞ দলের তৈরি করা ওষুধটি এরইমধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমরা আশা করছি চিকিৎসার ক্ষেত্রে এ ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করবে।

জেনারেল জালিলি বলেন, ইরানের গবেষকরা মানব দেহের জেনেটিক ব্যবস্থার ওপর ভিত্তির করে করোনাভাইরাসের টিকা আবিষ্কার করার চেষ্টা করছে। তিনি জোর আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনাভাইরাস প্রতিরোধ করার ক্ষেত্রে ইরানের জনগণ এবং বিশ্বের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে এ টিকা এক বছরের কম সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হবে।

সূত্র: parstoday

captcha