IQNA

আবারও কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

20:04 - August 29, 2021
সংবাদ: 3470582
তেহরান (ইকনা): দু’দিন আগে ১৭০ জনের প্রাণ কেড়ে নেওয়া আত্মঘাতী বোমা হামলার ক্ষ'ত শুকাতে না শুকাতে আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বি'স্ফো'রণ ঘটেছে।

বিদেশি সৈন্যদের আফগান ছাড়ার শেষ ধাপে পৌঁছানোর আগ মুহূর্তে রোববার বিমানবন্দরের কাছে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বিস্ফো'রণের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে কাবুল বিমানবন্দরের কাছে চারদিনের মাথায় ফের বিস্ফো'রণ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড জো বাইডেনের ঘোষণা ছিল যে, কাবুল বিমানবন্দরে হামলার চরম প্রতি'শো'ধ নেওয়া হবে। সেই অ'নু'যায়ী কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের বদলা নিল আমেরিকা। আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে ইসলামিক স্টেট (খোরাসান) এর কুখ্যাত জঙ্গি।

পেন্টাগন সূত্রে খবর, শুক্রবার অর্থাৎ ২৭ আগস্ট, আফগানিস্তানে ড্রোন হামলা চালায় মার্কিন ফৌজ। ওই হামলায় খতম হয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘা'তী বিস্ফোরণের মূলচক্রী।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বলেন, “আফগানিস্তানের নানগরহার প্রদেশে জঙ্গি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছি আমরা। আমরা নিশানায় আঘাত করে ষড়যন্ত্রকারীকে খতম করতে সক্ষম হয়েছি। ওই হামলায কোনও সাধারণ মানুষের মৃত্যু হয়নি।”

captcha