IQNA

ইসলামী গবেষক;

গাযায় নিরীহ জনগণের ওপর নির্বিচারে নিরবচ্ছিন্ন ভাবে ইসরাইল বোমাবর্ষণ করেছে

0:04 - October 12, 2023
সংবাদ: 3474482
গাযা (ইকনা): ইব্রী ইসরাইলী ঘোষণা করেছ, হামাসের বেশ কিছু যোদ্ধা গতকাল সমুদ্র পথে আস্কালানে ( এশকেলোন ) পৌঁছেছে ইসরাইলী সেনাবাহিনীর অজান্তে ও অগোচরে !!

ইসরাইলী সংবাদ মাধ্যম ইয়েদীওত আহারোনোত :  ইসরাইলী গিলাফ গাযার ইহুদী বসতি ও শহর সমূহে যে ধ্বংস সাধন হয়েছে তা সবচেয়ে বড়  ইসরাইলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত  !!
ফিলিস্তীনী সূত্র :  গাযার পূর্ব দিকে ইসরাইলী নাহেল আওয এলাকায় ফিলিস্তীনী মুজাহিদের পরিচালিত এক অপারেশনে বেশ কিছু ইসরাইলী সৈন্য নিহত হয়েছে।
এ পর্যন্ত ৯৫০ জন ফিলিস্তিনি শহীদ ( যাদের মধ্যে ২৪০ জন শিশু ও ২০৪ জন নারী রয়েছেন ) এবং ৫ ০০০ এর বেশি আহত । 
ইসরাইলী ঘোষণা : ১২০০ ইসরাইলী নিহত , ২০০০এর বেশি ইসরাইলী  আহত , এবং ২০০ জন ইসরাইলী বন্দী হয়েছে।
গতকাল ( মঙ্গলবার ১০-১০-২০২৩ ) হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের ভিতরে একটি ইসরাইলী মিরকাভা ট্যাংক ধ্বংস করেছেন এবং সেটার ভিতরে যে সব ইসরাইলী সৈন্য ছিল তারা সব জ্বলে পুড়ে মরেছে। 
গত পরশু দিন লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরাইলে ফিলিস্তীনী ইসলামী জিহাদের যোদ্ধাদের সাথে এক সংঘর্ষে ইসরাইলী ইউনিট ৩০০ এর সহকারী কম্যান্ডার এবং একজন ব্রিগেডিয়ার ও বেশ কিছু সৈন্য নিহত হয়েছে।  
ইয়েদীওত আহারোনোত : এই মাত্র বুধবার সকাল ১০:১৫( ইরান সময় ) ইসরাইলী শহর সেদিরোতে কাসসাম মিসাইল সমূহ ৪টি ভবনে আঘাত করেছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিরাল্ড বিমানবাহী রণতরী ভূমধ্য সাগরে পৌঁছেছে এবং আইযেন হাওয়ার নামের অপর একটি বিমানবাহী রণতরী ইসরাইলের কাছে প্রেরণ করার ঘোষণা দিয়েছে।
মার্কিন ডেল্টা ফোর্সের সৈনিক রা ইসরাইলের হাইফা বন্দরে অবতরণ করেছে। এ ছাড়া মার্কিন পদাতিক সেনারাও গাযায় আক্রমণ অভিযানে ইসরাইলের সাথে অংশগ্রহণের জন্য প্রেরিত হয়েছে । এ থেকে স্পষ্ট হয়ে যায় যে ইসরাইলী সৈন্যদের অবস্থা খুবই শোচনীয় গাযার বিরুদ্ধে তাদের যুদ্ধ করার মনোবল ও ক্ষমতা নেই বলে মার্কিন যুক্তরাষ্ট্র এভাবে প্রকাশ্যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে । ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন বলেছে : যদি মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে এ যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের রূপ নিবে ।
গাযায় নিরীহ জনগণের ওপর নির্বিচারে নিরবচ্ছিন্ন ভাবে ইসরাইল বোমাবর্ষণ করে যাচ্ছে । গাযার বাড়ী ঘর , মসজিদ, হাসপাতাল, স্কুল কোনো কিছু রেহাই পাচ্ছে না এ নৃশংস অমানবিক এ বোমাবর্ষণ থেকে । গাযায় পানি , বিদ্যুত , খাদ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরাঈল । মিসর থেকে গাযায় প্রবেশ পথ রাফায় ইসরাইল বোমাবর্ষণ করেছে যাতে মিসর থেকে খাদ্য রসদ পত্র যেন গাযায় পৌঁছাতে না পারে ।
  মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ইসরাইলকে নিরঙ্কুশ সমর্থন ও সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলে নিরবচ্ছিন্ন ভাবে সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে যেগুলোর মাঝে মারাত্মক বিধ্বংসী অত্যাধুনিক বোমা ও সাজ - সরঞ্জাম রয়েছে।
ইসরাইলী দৈনিক হা আরেস্ত : গিলাফ গাযার ৭০০০০ ইহুদী অধিবাসীর ১০ % অর্থাৎ ৭০০০ এ যুদ্ধে নিহত হয়েছে।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান।
 
captcha