IQNA

গাজার হাসপাতালে বোমা হামলায় ফিলিস্তিনি শহীদের সংখ্যা বেড়েছে + ভিডিও

9:54 - October 18, 2023
সংবাদ: 3474524
গাজা (ইকনা): ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি বাপটিস্ট হাসপাতালে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। 

গতকাল (মঙ্গলবার) স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান থেকে গাজার সেন্ট্রাল হাসপাতাল কম্পাউন্ডে বোমাবর্ষণের ফলে যেসব মানুষ শহীদ হয়েছেন তার বেশিরভাগই নারী ও শিশু। মন্ত্রণালয় জানায়, হাসপাতালের ধ্বংস্তুপের নিচে আরো শত শত হতাহত লোকজন পড়ে রয়েছেন। ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যে লাগাতার বিমান হামলা চালিয়ে আসছে তাতে হাজার হাজার আহত ও অসুস্থ ব্যক্তি এই হাসাপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
 
২০০৮ সাল থেকে এ পর্যন্ত ইসরাইল গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের বিরুদ্ধে পাঁচটি যুদ্ধ করেছে কিন্তু এর আগে একটি হামলায় একসাথে এত বেশি মানুষ মারা যায়নি।
 
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “আমরা এর আগে অনেক যুদ্ধ দেখেছি কিন্তু কোনদিন এমন হামলা হয়নি। এবার ইসরাইল যে হামলা চালালো তা নজিরবিহীন। এটি নিতান্তই গণহত্যা।”
 
হামাসের গণমাধ্যম কার্যালয় এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে। গাজার রেডক্রিসেন্ট সোসাইটিও এই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। ইসরাইলের বিমান হামলার পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
 
তুরস্ক-ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালের জেনারেল ম্যানেজার ডাঃ সোভি সেকিক বলেছেন: জ্বালানীর ঘাটতি ফলে হাসপাতালের ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষমতাকে প্রভাবিত করেছে।
 
তিনি আরও বলেছিলেন যে এই হাসপাতালটি "এর বেশিরভাগ পরিষেবা" বন্ধ করে দেবে এবং এর অন্যান্য অংশগুলি "সর্বাধিক 48 ঘন্টার মধ্যে" বন্ধ হয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন যে গাজার হাসপাতালগুলি "পতনের পর্যায়ে" পৌঁছেছে।
 
এছাড়াও, কিছু অনানুষ্ঠানিক সূত্র গাজা হাসপাতালে ইহুদিবাদী হামলায় শহীদের সংখ্যা ১,৯০০ বলে ঘোষণা করেছে।
captcha