IQNA

কানাডায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী উদ্যোগ

0:03 - October 04, 2021
সংবাদ: 3470765
তেহরান (ইকনা): কানাডিয়ান সমাজ থেকে ইসলামভীতি দূর করতে দেশটিতে অক্টোবর মাসজুড়ে ইসলামের ইতিহাসের মাস উদযাপন শুরু হয়েছে। ২০০৭ সালে গৃহীত সংসদীয় আইনের আলোকে সমাজে বেড়ে যাওয়া ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। 
এক বিবৃতিতে কানাডার সংস্কৃতি মন্ত্রণালয় হেরিটেজ বিভাগ জানিয়েছে, ‘এ মাসে কানাডায় বসবাসরত মুসলিম কমিউনিটির ইতিহাস জানার সুযোগ হবে। কলাবিজ্ঞান, খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান ও সাহিত্যে কানাডার মুসলিম জনগোষ্ঠীর অবদান সম্পর্কে জানা যাবে।’ কানাডায় বসবাসরত ১০ লাখের বেশি মুসলিমের জন্য এ বছরটি খুবই কঠিন ছিল। 
 
এ সময় তাদের নানা ধরনের সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অথচ ২০১১ সালের জরিপ অনুসারে তাঁরা মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। গত এক দশকে এ সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে।
 
বিবৃতিতে একসঙ্গে কানাডা বাস করা মুসলিমসমাজে বিদ্যমান নানা ধরনের বৈষম্য, ইসলামবিদ্বেষ, ঘৃণা প্ররোচিত ঘৃণ্য কার্যক্রম মোকাবেলায় কাজ করার কথা বলা হয়। এ মাসে সহানুভূতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ কানাডা গঠনে এগিয়ে যেতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। 
 
গত জুন মাসে ১৫ বছর বয়সী মেয়েসহ একই পরিবারের চার সদস্য লন্ডনের ওন্টারিও অঙ্গরাজ্যে হাঁটার সময় নিহত হয়েছে। পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ করে হামলার ঘটনাটি ঘটেছে বলে পুলিশ অভিযোগ করেছে। এর পরের মাসে একই রাজ্যের কেমব্রিজের একটি মসজিদ ভাঙচুর করা হয়। একই বছর কানাডা সরকার ইসলামোফোবিয়া ও অন্য সব ধরনের বর্ণবাদের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করে। এ প্রস্তাবনায় জনসাধারণের মনে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয় দমনের প্রয়োজনীয়তা উপলব্ধির কথা বলা হয়।  সূত্র : দ্য নিউজ আরব
captcha